Ajker Patrika

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৩, ১৮: ০৮
কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে। 

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুর কান্দিপাড়া গ্রামের মিলন হোসেনের (২৮) সঙ্গে জমি নিয়ে সৎভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এই জেরে ২০২১ সালের ১১ এপ্রিল সৎভাই ফামিদ সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তাঁর হাতে থাকা গোশত কাটা দাড়াশী দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা করেন। 

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত