খুবি প্রতিনিধি
বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আমাজনে পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (বর্জ্য ব্যবস্থাপনা) হিসেবে চাকরি পেয়েছেন খুবির শিক্ষার্থী মনি মোহন মণ্ডল। গত ৬ সেপ্টেম্বর ইমেইলের মাধ্যমে মনি মোহনকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মনি মোহন। আগামীকাল মঙ্গলবার থেকে জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে আমাজনের পরিবেশ ও টেকসই বিভাগে কাজ করবেন তিনি।
জানা গেছে, মনি মোহন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান (ইএস) বিভাগের ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থী। ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করার পর জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা শেষে ওই বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব স্যানিটারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ এ কর্মরত ছিলেন তিনি।
চাকরির বিষয়ে মনি মোহন বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা। একদিন আমাজনে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে ফেলি। তবে আশা করিনি যে ইন্টারভিউয়ের ডাক পাব। আবেদন করার ২০-২৫ দিন পর হঠাৎ করে একদিন প্রথম ইন্টারভিউয়ের মেইল পাই। সঙ্গে সঙ্গেই আমাজন ইন্টারভিউ সিস্টেমের জন্য জোর প্রস্তুতি শুরু করে দিই। প্রায় ২ মাস ধরে এক এক করে চতুর্থ ধাপের ইন্টারভিউ শেষ হয়। এর কয়েক দিন পর গত ৬ সেপ্টেম্বর আমাজন থেকে আমাকে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। এ ক্ষেত্রে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিশেষভাবে সাহায্য করেছে।’
আমাজনে চাকরি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মনি মোহন বলেন, ‘আমাজন বর্তমান বিশ্বের ৩টি সবচেয়ে বড় কোম্পানির একটি। এখানে চাকরির সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, এখান থেকে আমি অনেক নতুন সিস্টেম সম্পর্কে শিখতে পারব।’
আমাজনের মতো এমন বৃহৎ প্রতিষ্ঠানে পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে মনি মোহন জানান, বর্তমানে বিশ্বব্যাপী সকল বড় বড় প্রতিষ্ঠানে পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই বিভাগগুলো আরও সম্প্রসারিত হচ্ছে। এসব জায়গায় অনেক নতুন নতুন পদ সৃষ্টি হয়েছে বা হচ্ছে। একটু গুছিয়ে প্রস্তুতি নিয়ে চেষ্টা করলেই সুযোগ পাওয়া যাবে।
জানা যায়, অবসর সময়কে কাজে লাগিয়ে মনি মোহন তাঁর কয়েকজন জার্মান বন্ধুদের নিয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসে জার্মানিতে একটি অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসেন্ড গ্লোবাল (www.ascend-global.org) প্রতিষ্ঠা করেন। যার মাধ্যমে ইউরোপ থেকে তহবিল সংগ্রহ করে স্বেচ্ছাসেবক পর্যায়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। ওই প্রতিষ্ঠানের সহায়তায় এরই মধ্যে খুলনায় লবণাক্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ, কম খরচে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ইত্যাদির মতো কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠাটি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছেন খুবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসাইন। এ বছর নভেম্বরেই আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে যোগ দেবেন তিনি।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আমাজনে পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (বর্জ্য ব্যবস্থাপনা) হিসেবে চাকরি পেয়েছেন খুবির শিক্ষার্থী মনি মোহন মণ্ডল। গত ৬ সেপ্টেম্বর ইমেইলের মাধ্যমে মনি মোহনকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মনি মোহন। আগামীকাল মঙ্গলবার থেকে জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে আমাজনের পরিবেশ ও টেকসই বিভাগে কাজ করবেন তিনি।
জানা গেছে, মনি মোহন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান (ইএস) বিভাগের ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থী। ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করার পর জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা শেষে ওই বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব স্যানিটারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ এ কর্মরত ছিলেন তিনি।
চাকরির বিষয়ে মনি মোহন বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা। একদিন আমাজনে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে ফেলি। তবে আশা করিনি যে ইন্টারভিউয়ের ডাক পাব। আবেদন করার ২০-২৫ দিন পর হঠাৎ করে একদিন প্রথম ইন্টারভিউয়ের মেইল পাই। সঙ্গে সঙ্গেই আমাজন ইন্টারভিউ সিস্টেমের জন্য জোর প্রস্তুতি শুরু করে দিই। প্রায় ২ মাস ধরে এক এক করে চতুর্থ ধাপের ইন্টারভিউ শেষ হয়। এর কয়েক দিন পর গত ৬ সেপ্টেম্বর আমাজন থেকে আমাকে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। এ ক্ষেত্রে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিশেষভাবে সাহায্য করেছে।’
আমাজনে চাকরি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মনি মোহন বলেন, ‘আমাজন বর্তমান বিশ্বের ৩টি সবচেয়ে বড় কোম্পানির একটি। এখানে চাকরির সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, এখান থেকে আমি অনেক নতুন সিস্টেম সম্পর্কে শিখতে পারব।’
আমাজনের মতো এমন বৃহৎ প্রতিষ্ঠানে পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে মনি মোহন জানান, বর্তমানে বিশ্বব্যাপী সকল বড় বড় প্রতিষ্ঠানে পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই বিভাগগুলো আরও সম্প্রসারিত হচ্ছে। এসব জায়গায় অনেক নতুন নতুন পদ সৃষ্টি হয়েছে বা হচ্ছে। একটু গুছিয়ে প্রস্তুতি নিয়ে চেষ্টা করলেই সুযোগ পাওয়া যাবে।
জানা যায়, অবসর সময়কে কাজে লাগিয়ে মনি মোহন তাঁর কয়েকজন জার্মান বন্ধুদের নিয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসে জার্মানিতে একটি অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসেন্ড গ্লোবাল (www.ascend-global.org) প্রতিষ্ঠা করেন। যার মাধ্যমে ইউরোপ থেকে তহবিল সংগ্রহ করে স্বেচ্ছাসেবক পর্যায়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। ওই প্রতিষ্ঠানের সহায়তায় এরই মধ্যে খুলনায় লবণাক্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ, কম খরচে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ইত্যাদির মতো কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠাটি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছেন খুবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসাইন। এ বছর নভেম্বরেই আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে যোগ দেবেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২৩ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২৮ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩২ মিনিট আগে