Ajker Patrika

শ্যামনগরে তরুণের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৫: ৩০
শ্যামনগরে তরুণের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা 

সাতক্ষীরার শ্যামনগরে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তরুণের নাম মনিরুল ইসলাম বাবু (২৩)। তিনি একই গ্রামের গাজী আকছেদুর রহমানের ছেলে।

সাতক্ষীরার শ্যামনগরে মনিরুল ইসলাম বাবু (২৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে। পারিবারিক কলহের জেরে বসতঘরের আড়ার সঙ্গে গামছা বেঁধে সে গলায় ফাঁস দেয় বলে দাবি তার পরিবারের।

মনিরুল ইসলাম একই গ্রামের গাজী আকছেদুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, প্রায় দুই মাস আগে মনিরুলকে ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। এ ঘটনার জেরে তাঁর বাবা প্রায়ই মনিরুলকে বকা দিতেন। গতকাল বিকেলে একই প্রসঙ্গে পুনরায় বকা দেন। পরে নিজের শোয়ার ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাতে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে আড়ার সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত