Ajker Patrika

৫ বছর ধরে গাছে বাস করছেন লিয়াকত আলী

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬: ৫৪
৫ বছর ধরে গাছে বাস করছেন লিয়াকত আলী

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।

সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷ 

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷

স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার  গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷ 

গাছে গাছে তাঁর তিনটি বাসালিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’

কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত