Ajker Patrika

ভোটের পরদিন থেকেই খুলনায় লোডশেডিং, অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭: ৪১
ভোটের পরদিন থেকেই খুলনায় লোডশেডিং, অভিযোগ বিএনপির

নির্বাচনের পরদিন থেকেই শহরে লোডশেডিং শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা বিএনপি নেতারা। তাঁরা বলেন, ‘গত ১২ জুন নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় লোডশেডিং ছিল না। কারণ যিনি মেয়র হয়েছেন, তিনি তাঁর স্ত্রীকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছিলেন। উনি বলেছেন, আমি ভোট পাব কই, খুলনায় তো (বিদ্যুৎ) কারেন্ট থাকে না, মানুষ আমারে ভোট দেবে না।’ 

বিএনপি নেতারা বলেছিলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এই কথাগুলো বলা হচ্ছে। ঠিক সেই কাজটি করা হয়েছে। গতকাল থেকেই লোডশেডিং শুরু হয়েছে। আজই তার প্রমাণ, লোডশেডিংয়ের কারণে আপনারা আমাদের অফিসে বসতে পারছেন না।’ 

আজ বুধবার খুলনা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির নেতারা এসব কথা বলেন। লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ১৬ জুন খুলনায় বিএনপির পদযাত্রা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ‘আমরা বলেছিলাম এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে ছিলাম আপনারা ভোট দিতে যাবেন না। তাঁরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, তা ভোট কাস্টিং দেখলেই বুঝতে পারবেন।’ 

ইভিএম বিষয়ে তাঁরা বলেন, ‘ইভিএম এমন একটি বাক্স, যে বাক্সে সবকিছু করা সম্ভব। ইভিএম এমন একটি জাদুর বাক্স, যা দিয়ে কাউকে হারানো বা জেতানো যায়।’ 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন–সদস্যসচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত