Ajker Patrika

মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আ.লীগে যাওয়া সেই ইউপি সদস্য মারা গেছেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৪
মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আ.লীগে যাওয়া সেই ইউপি সদস্য মারা গেছেন

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ইমান গাজী (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বার্ধক্যের কারণে মারা যান তিনি। খবর পেয়ে গতকাল তাঁর বাড়িতে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা। 

ইমান গাজী ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। 

ইমান গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোটাকোল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম। তিনি জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বার্ধক্যের কারণে তিনি মারা গেছেন। আজ শনিবার বাদ জোহর তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে তাঁর বাড়িতে যান। পরে মাশরাফি তাঁর বাড়িতে কিছু সময় অবস্থান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি ইমান গাজীর পরিবারকে দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। 

উল্লেখ্য, ইমান গাজী গত বছর ১৩ ডিসেম্বর ৩টার দিকে উপজেলার কোটাকোল লঞ্চঘাটে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উপস্থিত হয়ে এমপি মাশরাফিকে ভালোবেসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত