Ajker Patrika

ভালোবেসে বিয়ে তবুও করা হলো না সংসার, কারাগারে পাত্র 

প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা)
ভালোবেসে বিয়ে তবুও করা হলো না সংসার, কারাগারে পাত্র 

ভালোবেসে বিয়ে করে বিপদে পড়লেন যুবক মোহনলাল গোলদার (২৭)। সংসার জীবনে যাওয়ার পরিবর্তে কারাগারে যেতে হলো তাকে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামের অশোক গোলদারের পুত্র ভালোবেসে একই উপজেলার ঢেওয়াতলা গ্রামের নিরঞ্জন মণ্ডলের মেয়ে জ্যোতি মণ্ডল (১৬) কে বিয়ে করে। হিন্দুধর্মীয় মতে তাদের মন্দিরে বিয়ে হয় ঠিকই।

কিন্তু এই বিয়েতে বাধা  হয়ে দাঁড়ায় জ্যোতি মণ্ডলের পিতা। তাঁর পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তার কক্ষে উভয় পক্ষকে ডেকে এনে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। 
 
কিন্তু সমাধান না হওয়ার কারণে নাবালিকা মেয়েকে বিয়ে ও বাল‍্যবিবাহ করার অপরাধে গত ২ আগস্ট ২০২১ তারিখ মোহনলালকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালালসহ উভয় পক্ষের লোকজন। 

অন‍্যদিকে জ্যোতি মণ্ডল তার বাবার বাড়িতে যেতে রাজি হয় না। তাঁর বয়স ১৮ বছরের কম থাকায় জ্যোতিকে খুলনার গল্লামারী শেখ রাসেল শিশু পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরন করা হয় বলে জানা যায়। উক্ত বিষয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত