Ajker Patrika

শিক্ষার্থী বহনকারী লেগুনা দুর্ঘটনায় আহত ১০

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ৩০
Thumbnail image

মুজিবনগরে স্কুল শিক্ষার্থী বহনকারী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর-তারানগর রাস্তার মাঝামাঝি একটি কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

আহতের মধ্যে জাইম হোসেন (৮), তাসিন আলী (৯), ফারুক আহমেদ (৮) ও আবু সুফিয়ানকে (৯) ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। 

আহত জায়িম হোসেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আজিজুল হকের ছেলে। তসিন আলি আনন্দবাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে, ফারুক জয়পুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং আবু সুফিয়ান শুভ বাগোয়ান গ্রামের আনারুল ইসলামের ছেলে। আহতরা সবাই মুজিবনগরের কেদারগঞ্জ জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমির প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

এ বিষয়ে জিনিয়াস প্র- ক্যাডেট একাডেমির শিক্ষক মিজানুর রহমান জানান, লেগুনাচালক আনসার আলী ১০ জন শিক্ষার্থী নিয়ে জয়পুর ও তারানগরের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে কম-বেশি সবাই আহত হয়। আহতদের মধ্যে চারজনকে মেহেরপুর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সব শিক্ষার্থী সুস্থ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত