মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
২ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
২ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
২ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
২ ঘণ্টা আগে