Ajker Patrika

বাংলা ভাষাভাষী মানুষের এই একতা আগে আর দেখা যায়নি: মাহমুদুর রহমান

ইবি প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫: ৪০
বাংলা ভাষাভাষী মানুষের এই একতা আগে আর দেখা যায়নি: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এ দেশের শিক্ষার্থীদের বিপ্লব সফল হয়েছে। আমি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এবার যে একতা দেখতে পেয়েছি, তা আগে কখনো দেখিনি। বিদেশ থেকে বলা হয়েছিল, যত দিন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, তত দিন কোনো প্রবাসী দেশে টাকা পাঠাবেন না। তাঁরা সব বন্ধ করে দিয়েছিলেন, এখন প্রবাসীরা দ্বিগুণ উৎসাহে রেমিট্যান্স পাঠাচ্ছেন।’

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের মানুষের কাঁধে চেপে বসা এক জালিম শাসকের পতন ঘটেছে। আমি বলেছিলাম, শেখ হাসিনার আমলে আদালত থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এটা লেখার কারণে আমাকে কারাবরণ করতে হয়। আজ ১৪ বছর পর বাংলাদেশের জনগণ বুঝতে পারছে, আমি যেটা বলেছিলাম তা সঠিক ছিল।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত