Ajker Patrika

মোংলায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হেমায়েত সরদার (৫৫)। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা সোনাইলতলা ইউনিয়নে বাসিন্দা হেমায়েত সরদার শিশুটিকে (মেয়ে) কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তাঁর বাড়ির বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি অসুস্থ হয় এবং বাথরুমের পাশে পড়ে থাকে। পরে শিশুর মা তাকে খুঁজতে গিয়ে হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে আগামীকাল বাগেরহাট আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত