Ajker Patrika

লোগো নকল ও সিলিন্ডার রিফিল করে গ্যাস বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

­যশোর প্রতিনিধি
গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা
গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন কোম্পানির লোগো নকল ও সিলিন্ডার রিফিল করে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে যশোরে মেসার্স করিম পেট্রোলিয়ামের মালিক ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে যশোর শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়িসংলগ্ন গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান সেনা, দুবাই বাংলা, বসুন্ধরা ও নাভানা কোম্পানির এলপিজি গ্যাস অনুমতি ছাড়া নিজেরাই নকল করে বিভিন্ন সিলিন্ডারে রিফিল করে বিক্রি করছে। একই সঙ্গে বিভিন্ন এলপিজি কোম্পানির মোড়ক ব্যবহার করছে। যা দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত প্রতিষ্ঠানের এ ধরনের কর্মকাণ্ডে যেকোনো সময় মানুষের প্রাণহানি ঘটতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত নাভানার পরিবেশক আরমান আলী টুটুল সাংবাদিকদের বলেন, ‘গাড়িতে ব্যবহৃত এলপিজি খুবই তরল ও দাহ্য, অপরদিকে সিলিন্ডারে ব্যবহার করা এলপিজি তুলনামূলক ভারী। যাঁরা বাসাবাড়িতে সিলিন্ডার ব্যবহার করেন, তাঁরা এই দুই এলপিজির কম্বিনেশন বুঝবেন না। তা ছাড়া বাজারে নাভানার ৩৩ কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকলেও গ্রাহকেরা সেটি ব্যবহার করছেন দেখে আমাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, করিম গ্রুপের অন্যতম পরিচালকের ছেলে ইসরাক করিম তাঁর বাসার গোডাউনে নকল লোগো ও রিফিল করে সিলিন্ডার বাজারে সরবরাহ করা হচ্ছে। ভোক্তা অধিকারের অভিযানে সত্যতা মিলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত