Ajker Patrika

বাঘারপাড়ায় ধরা পরল বিরল প্রজাতির মুরলি মাছ

প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর) 
বাঘারপাড়ায় ধরা পরল বিরল প্রজাতির মুরলি মাছ

যশোরের বাঘারপাড়ায় বিরল প্রজাতির দুটি মুরলি মাছ ধরা পড়েছে। মাছ দুটির ওজন ১০৪ কেজি। আজ শুক্রবার সকালে মাছ দুটি বাঘারপাড়া বাজারে ‘জয় মৎস্য ভান্ডারে’ আনা হয়। 

জয় মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী অসীম বিশ্বাস বলেন, ‘সামুদ্রিক এই মাছ দুটি বাঘারপাড়া বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। কিন্তু মাছ দুটি বিক্রি না হওয়ায় নড়াইলে পাঠানো হয়েছে।’ 

অসীম বিশ্বাস আরও বলেন, এই মাছের কেজি ৪০০ টাকার মতো। স্থানীয় লোকজন মাছটিকে মুরলি নামে চিনে। 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, সামুদ্রিক মাছটি স্থানীয় লোকজন মুরলি নামে চিনলেও বৈজ্ঞানিক নাম মাইলিওবাটোইদেই। এ মাছ খেতে খুবই সুস্বাদু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত