Ajker Patrika

বাগেরহাটে ২ জেএমবির ৭ বছরের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ২১: ১৩
বাগেরহাটে ২ জেএমবির ৭ বছরের কারাদণ্ড

বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন তিনি। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মো. আকবর আলী (৩৩) ও বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব। ২৭ অক্টোবর র‍্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন। 

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, ‘আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় দিয়েছেন। আমরা আসামিদের কারাগারে পাঠিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত