Ajker Patrika

ইভিএম নিয়ে হাতপাখা প্রার্থীর অভিযোগের ভিত্তি নেই: প্রিসাইডিং কর্মকর্তা

সৌগত বসু, খুলনা থেকে
আপডেট : ১২ জুন ২০২৩, ১২: ০৯
ইভিএম নিয়ে হাতপাখা প্রার্থীর অভিযোগের ভিত্তি নেই: প্রিসাইডিং কর্মকর্তা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী আব্দুল আউয়াল ইভিএম বিভ্রাট নিয়ে অভিযোগ করেছেন। 

আজ সকাল ১০টায় তিনি তাঁর কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় ভোট দিলে নৌকায় ভোট চলে যাচ্ছে। 

আজকের পত্রিকার পক্ষ থেকে কেন্দ্রটি খুঁজে বের করা হয়। এটি ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়। 

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিংকর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, তাঁর কেন্দ্রে সকাল থেকে এমন কোনো ধরনের সমস্যা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন। 

এই কেন্দ্রে ইভিএম এক্সপার্ট বিপ্লব গোস্বামী বলেন, এখানে ১০টি ইভিএম রয়েছে। কোনো ইভিএমে এখন পর্যন্ত এ রকম কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। যেসব ইভিএমের বিভ্রাট হচ্ছে সেগুলো খুবই সামান্য। 

কিংকর বিশ্বাস বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। বরং তাঁর কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। প্রথম এক ঘণ্টায় ১১২টি ভোট পড়েছে। দ্বিতীয় ঘণ্টায় পড়েছে ১২৩টি ভোট। মোট ভোটার ২ হাজার ৫৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত