কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই সরদার (৪০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ১৭ জন শ্রমিক।
নিখোঁজ উবাই সরদার ভেড়ামারা উপজেলার বাইশচর ইউনিয়নের দশমাইল এলাকার জালাল সরদারের ছেলে।
এলাকাবাসী ও নৌকায় থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পাবনার সুজানগরের তারাপুর চর থেকে দুটি বালুবাহী নৌকা আগে-পিছে করে পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল ঘাটে যাচ্ছিল। পথে বিকেল ৪টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে আগের নৌকাটি স্রোতে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যান। পরে নদীতে সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক প্রাণে বেঁচে পাড়ে ফিরে এলেও উবাই সরদার নামে এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা নৌকা দুটি পৃথক পৃথক স্থান থেকে জব্দ করেছে।
এ বিষয়ে প্রথম নৌকার শ্রমিক আলাউদ্দিন বলেন, ‘তারাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৪ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা স্রোতে উল্টে যায়। এ সময় অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে কিনারে ফিরেছি। কিন্তু উবাই এখনো নিখোঁজ রয়েছেন।’
অপর নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, ‘হঠাৎ আগের নৌকা স্রোতে উল্টে যায় এবং আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লেগে আমাদের নৌকাও উল্টে ডুবে যায়। নৌকায় আমরা চারজন ছিলাম। সবাই সাঁতরে ওপরে চলে এসেছি।’
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই নামে একজন নিখোঁজ রয়েছেন বলে অন্য শ্রমিকেরা দাবি করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্ধার অভিযান চালানো হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই সরদার (৪০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ১৭ জন শ্রমিক।
নিখোঁজ উবাই সরদার ভেড়ামারা উপজেলার বাইশচর ইউনিয়নের দশমাইল এলাকার জালাল সরদারের ছেলে।
এলাকাবাসী ও নৌকায় থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পাবনার সুজানগরের তারাপুর চর থেকে দুটি বালুবাহী নৌকা আগে-পিছে করে পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল ঘাটে যাচ্ছিল। পথে বিকেল ৪টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে আগের নৌকাটি স্রোতে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যান। পরে নদীতে সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক প্রাণে বেঁচে পাড়ে ফিরে এলেও উবাই সরদার নামে এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা নৌকা দুটি পৃথক পৃথক স্থান থেকে জব্দ করেছে।
এ বিষয়ে প্রথম নৌকার শ্রমিক আলাউদ্দিন বলেন, ‘তারাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৪ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা স্রোতে উল্টে যায়। এ সময় অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে কিনারে ফিরেছি। কিন্তু উবাই এখনো নিখোঁজ রয়েছেন।’
অপর নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, ‘হঠাৎ আগের নৌকা স্রোতে উল্টে যায় এবং আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লেগে আমাদের নৌকাও উল্টে ডুবে যায়। নৌকায় আমরা চারজন ছিলাম। সবাই সাঁতরে ওপরে চলে এসেছি।’
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই নামে একজন নিখোঁজ রয়েছেন বলে অন্য শ্রমিকেরা দাবি করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্ধার অভিযান চালানো হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।’
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৩ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
৬ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৯ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৩ মিনিট আগে