যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডে আড়াই কোটি টাকার ৯টি চেক জালিয়াতির রেশ কাটতে না কাটতেই আরও একটি চেক জালিয়াতির তথ্য মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই চেকের বিপরীতে আত্মসাৎ করা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ১০ টাকা। এটিসহ আরও বেশ কয়েকটি চেক জালিয়াতির বিষয়ে চলছে তদন্ত।
যশোর শিক্ষা বোর্ডের হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক জানান, হিসাব যাচাই করার সময় একটি চেকের মুড়ি বইয়ে আগের মতোই অসংগতি ধরা পড়ে। গত মঙ্গলবার বিষয়টি বোর্ডের সচিবকে জানানো হয়েছে। ওই চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র।
জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ার পর ২০২০-২১ অর্থবছরের সব চেক নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে জানিয়ে শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘কোথাও কোনো অসংগতি আছে কি না, এটি বের করতে আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় নতুন এই চেকটির সন্ধান মিলেছে।’
নতুন করে চেক জালিয়াতির ঘটনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন এবং সচিব অধ্যাপক এ এম এইচ আলি আর রেজাও। আজকের পত্রিকাকে সচিব আলি আর রেজা বলেন, ‘আরেকটি জালিয়াতির ঘটনা যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যেই আমরা চেকটি দুদকে পাঠিয়ে দিয়েছি। কারা জড়িত কিংবা কীভাবে ঘটনাটি ঘটেছে, সেটি তারাই তদন্ত করে দেখবে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যশোর শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার নতুন চেক জালিয়াতির বিষয়টি ফাঁস হলে রুদ্ধদ্বার বৈঠক হয়। সচিবের কক্ষে হওয়া এ বৈঠকে হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক, অডিট অফিসার আব্দুস সালাম আজাদ, সহকারী সচিব (কমন) আশরাফুল ইসলাম যোগ দেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের কাছে মুখ খোলেননি কর্মকর্তারা।
উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ৩৬ টাকার ভ্যাট ও আয়করের চেক জালিয়াতি করে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা উত্তোলন করে নিয়েছে একটি চক্র। এ টাকা উত্তোলন করা হয় ভেনাস প্রিন্টিং ও প্যাকেজিং এবং শাহী লাল স্টোরের আয়কর ও ভ্যাটের টাকার চেকের বিপরীতে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই জালিয়াতির তথ্য জানাজানি হয়।
যশোর শিক্ষা বোর্ডে আড়াই কোটি টাকার ৯টি চেক জালিয়াতির রেশ কাটতে না কাটতেই আরও একটি চেক জালিয়াতির তথ্য মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই চেকের বিপরীতে আত্মসাৎ করা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ১০ টাকা। এটিসহ আরও বেশ কয়েকটি চেক জালিয়াতির বিষয়ে চলছে তদন্ত।
যশোর শিক্ষা বোর্ডের হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক জানান, হিসাব যাচাই করার সময় একটি চেকের মুড়ি বইয়ে আগের মতোই অসংগতি ধরা পড়ে। গত মঙ্গলবার বিষয়টি বোর্ডের সচিবকে জানানো হয়েছে। ওই চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র।
জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ার পর ২০২০-২১ অর্থবছরের সব চেক নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে জানিয়ে শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘কোথাও কোনো অসংগতি আছে কি না, এটি বের করতে আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় নতুন এই চেকটির সন্ধান মিলেছে।’
নতুন করে চেক জালিয়াতির ঘটনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন এবং সচিব অধ্যাপক এ এম এইচ আলি আর রেজাও। আজকের পত্রিকাকে সচিব আলি আর রেজা বলেন, ‘আরেকটি জালিয়াতির ঘটনা যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যেই আমরা চেকটি দুদকে পাঠিয়ে দিয়েছি। কারা জড়িত কিংবা কীভাবে ঘটনাটি ঘটেছে, সেটি তারাই তদন্ত করে দেখবে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যশোর শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার নতুন চেক জালিয়াতির বিষয়টি ফাঁস হলে রুদ্ধদ্বার বৈঠক হয়। সচিবের কক্ষে হওয়া এ বৈঠকে হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক, অডিট অফিসার আব্দুস সালাম আজাদ, সহকারী সচিব (কমন) আশরাফুল ইসলাম যোগ দেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের কাছে মুখ খোলেননি কর্মকর্তারা।
উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ৩৬ টাকার ভ্যাট ও আয়করের চেক জালিয়াতি করে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা উত্তোলন করে নিয়েছে একটি চক্র। এ টাকা উত্তোলন করা হয় ভেনাস প্রিন্টিং ও প্যাকেজিং এবং শাহী লাল স্টোরের আয়কর ও ভ্যাটের টাকার চেকের বিপরীতে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই জালিয়াতির তথ্য জানাজানি হয়।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে