Ajker Patrika

বনের বাঘ লোকালয়ে, আতঙ্কে গ্রামবাসী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫: ২০
বনের বাঘ লোকালয়ে, আতঙ্কে গ্রামবাসী

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা। 

আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।

এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও  সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে। 

বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপএর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।

ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত