Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড় এলাকায় ট্রাকচাপায় তানিয়া খাতুন (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে তানিয়া ছিটকে চাপা পড়ে মারা যান। তিনি শার্শার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী। এ ঘটনায় তানিয়ার স্বামী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া খাতুন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথে ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন।

নাভারণ হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শার্শা থানার পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত