বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজার অধিকাংশ জমির আমন ধান পানিতে তলিয়ে রয়েছে। গজালিয়া স্লুইচগেট বন্ধ রাখায় বিলের ধান পানিতে তলিয়ে গেছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীর।
জানা গেছে, গজালিয়া মৌজায় প্রায় ৮০০ একর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বিলটি বগার বিল নামে পরিচিত। দীর্ঘদিন ধরে গজালিয়া এলাকার কারিমুল মোল্লা স্লুইচগেটটি দখল করে রেখেছেন। ফলে তিনি তাঁর ইচ্ছামতো গেট দিয়ে পানি সরবরাহ করেন। তাই প্রতিবছর স্লুইচগেটটি বন্ধ রাখার কারণে এ সময় আমন ধান পানিতে তলিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী ওই স্লুইচগেট খুলে বিলের পানি সরাতে যান। এ সময় কারিমুল মোল্লা ও তাঁর ছেলেসহ কিছু লোক এলাকাবাসীদের ওপর হামলা চালান। হামলায় গজালিয়া গ্রামের মহসিন গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় কৃষক শাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের এই সমস্যা অনেক দিন থেকে চলছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় কারিমুল ও তাঁর ছেলেরা জোরপূর্বক গেট দখল করে জাল দিয়ে মাছ ধরছেন। ফলে তাঁরা তাঁদের ইচ্ছামতো পানি সরবরাহ করেন। এই ক্ষতি থেকে পরিত্রাণ পেতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি।’
এলাকার আব্দুল আহাদ, সাইদুল, হাবিবর রহমানসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, গেট বন্ধ করে মাছ শিকার করেন কারিমুল ও তাঁর লোকজন। ফলে চলতি মৌসুমে গজালিয়া মৌজার আমন ধান পানিতে প্লাবিত হয়।
স্থানীয় ইউপি সদস্য প্রসাদ চন্দ্র বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। দেখি তাঁদের সঙ্গে বসে কী করা যায়।’
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এলাকাবাসীর অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজার অধিকাংশ জমির আমন ধান পানিতে তলিয়ে রয়েছে। গজালিয়া স্লুইচগেট বন্ধ রাখায় বিলের ধান পানিতে তলিয়ে গেছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীর।
জানা গেছে, গজালিয়া মৌজায় প্রায় ৮০০ একর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বিলটি বগার বিল নামে পরিচিত। দীর্ঘদিন ধরে গজালিয়া এলাকার কারিমুল মোল্লা স্লুইচগেটটি দখল করে রেখেছেন। ফলে তিনি তাঁর ইচ্ছামতো গেট দিয়ে পানি সরবরাহ করেন। তাই প্রতিবছর স্লুইচগেটটি বন্ধ রাখার কারণে এ সময় আমন ধান পানিতে তলিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী ওই স্লুইচগেট খুলে বিলের পানি সরাতে যান। এ সময় কারিমুল মোল্লা ও তাঁর ছেলেসহ কিছু লোক এলাকাবাসীদের ওপর হামলা চালান। হামলায় গজালিয়া গ্রামের মহসিন গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় কৃষক শাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের এই সমস্যা অনেক দিন থেকে চলছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় কারিমুল ও তাঁর ছেলেরা জোরপূর্বক গেট দখল করে জাল দিয়ে মাছ ধরছেন। ফলে তাঁরা তাঁদের ইচ্ছামতো পানি সরবরাহ করেন। এই ক্ষতি থেকে পরিত্রাণ পেতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি।’
এলাকার আব্দুল আহাদ, সাইদুল, হাবিবর রহমানসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, গেট বন্ধ করে মাছ শিকার করেন কারিমুল ও তাঁর লোকজন। ফলে চলতি মৌসুমে গজালিয়া মৌজার আমন ধান পানিতে প্লাবিত হয়।
স্থানীয় ইউপি সদস্য প্রসাদ চন্দ্র বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। দেখি তাঁদের সঙ্গে বসে কী করা যায়।’
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এলাকাবাসীর অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
১৬ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে