Ajker Patrika

শ্যামনগরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৬: ২৮
শ্যামনগরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে কতবেলগাছ থেকে ইমাম হোসেন (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেট থেকে গতকাল রাত ৮টায় ছেড়ে আসা এইচআর পরিবহনের একটি টিকিট উদ্ধার করা হয়েছে। আপাতত এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

ইমাম হোসেন নাগবাটি গ্রামের মুজিবর রহমান মোল্যার একমাত্র ছেলে। ঢাকার শাহজাদপুর এলাকার খিলপাড়া এলাকায় একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। দেড় বছর বয়সী তাঁর এক সন্তান রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতের বাসে করে ইমাম ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর আজ সকালে তাঁদের বসতবাড়ির পেছনে একটি কতবেলগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।

নিহতের বাবা মুজিবর রহমান জানান, তাঁর ছেলে অনেক দিন ধরে ঢাকায় বসবাস করছিলেন। নিজের পছন্দে বিয়ে করে শাহাজাদপুরের খিলপাড়া এলাকায় বসবাসের পাশাপাশি শ্বশুরের দোকানে কর্মরত ছিলেন।

মুজিবর রহমান আরও জানান, তাঁর ছেলে বাড়িতে ফেরার বিষয়ে তাঁদের আগে থেকে কিছু জানাননি। আজ সকাল সাড়ে ৮টার দিকে এলাকার শিশুরা বাড়ির পেছনে খেলা করতে গিয়ে তাঁর ছেলের মরদেহ ঝুলতে দেখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত