ভারত থেকে যশোরের কেশবপুরে মামার বাড়িতে বেড়াতে আসার সময় ট্রাকচাপায় এক কিশোরসহ পৃথক সড়ক দুর্ঘটনায় মনিরামপুরে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজগঞ্জের শাহাপুরে, হরিহরনগরের তেঁতুলিয়া মোড় ও সোমবার দিবাগত রাতে রাজগঞ্জ-চাঁচড়া সড়কের কালাবাঘা মোড়ের দুর্ঘটনায় তাঁরা মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা উপজেলার বৈকারা গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে সৌমেন দাস (১৫), চৌগাছার ফুলসারা গ্রামের আনোয়ারুল (৪৫), মনিরামপুরের মথুরাপুর গ্রামের মৃত হায়দার তরফদারের ছেলে রাসেল কবির (৩২)।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক, রাজগঞ্জ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল ও ঝাঁপা ক্যাম্পের এসআই সামনুর মোল্লা সোহান পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে সৌমেন দাস ও আনারুল ট্রাকচাপায় এবং রাসেল কবির মোটরসাইকেলের ধাক্কায় মারা যান। নিহত সৌমেন দাস ভারতের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, আনারুল ইসলাম মোটরসাইকেল ব্যবসায়ী এবং রাসেল কবির মাছ ও খামার ব্যবসায়ী।
নিহত কিশোরের বাবা নিরাঞ্জন দাস বলেন, ‘আজ মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্ত হয়ে আমি, আমার ছেলে, আমার এক ভাই, তাঁর স্ত্রী ও মেয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর একটা ইজিবাইক করে কেশবপুর বাজারের পাশে ছেলের মামার বাড়িতে যাচ্ছিলাম। সৌমেন সামনে চালকের পাশে বসে ছিল। ইজিবাইক শাহপুরের অদূরে মোড় ঘুরতে গেলে রাস্তায় পড়ে যায় সৌমেন। তখন একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।’
এদিকে দুর্ঘটনায় দায়ী ট্রাকটি পুলিশের হাতে আটক হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন ধর বলেন, ‘আনারুল মোটরসাইকেল ব্যবসায়ী। আজ রাজগঞ্জ থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তেঁতুলিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় তিনি মারা যান।’
রিপন ধর বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও চালক বিপ্লব হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।’
এদিকে রাসেল কবিরের প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে যশোর শহরে যাচ্ছিলেন রাসেল। পথে রাজগঞ্জ-চাঁচড়া সড়কের হরিনার বিলের কালাবাঘা চার রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল এসে রাসেলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাসেল। পরে তাঁকে খুলনা নেওয়ার নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।’
আরিফুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে পারিবারিক কবরস্থানে রাসেলের দাফন সম্পন্ন হয়েছে।’
ভারত থেকে যশোরের কেশবপুরে মামার বাড়িতে বেড়াতে আসার সময় ট্রাকচাপায় এক কিশোরসহ পৃথক সড়ক দুর্ঘটনায় মনিরামপুরে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজগঞ্জের শাহাপুরে, হরিহরনগরের তেঁতুলিয়া মোড় ও সোমবার দিবাগত রাতে রাজগঞ্জ-চাঁচড়া সড়কের কালাবাঘা মোড়ের দুর্ঘটনায় তাঁরা মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা উপজেলার বৈকারা গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে সৌমেন দাস (১৫), চৌগাছার ফুলসারা গ্রামের আনোয়ারুল (৪৫), মনিরামপুরের মথুরাপুর গ্রামের মৃত হায়দার তরফদারের ছেলে রাসেল কবির (৩২)।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক, রাজগঞ্জ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল ও ঝাঁপা ক্যাম্পের এসআই সামনুর মোল্লা সোহান পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে সৌমেন দাস ও আনারুল ট্রাকচাপায় এবং রাসেল কবির মোটরসাইকেলের ধাক্কায় মারা যান। নিহত সৌমেন দাস ভারতের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, আনারুল ইসলাম মোটরসাইকেল ব্যবসায়ী এবং রাসেল কবির মাছ ও খামার ব্যবসায়ী।
নিহত কিশোরের বাবা নিরাঞ্জন দাস বলেন, ‘আজ মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্ত হয়ে আমি, আমার ছেলে, আমার এক ভাই, তাঁর স্ত্রী ও মেয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর একটা ইজিবাইক করে কেশবপুর বাজারের পাশে ছেলের মামার বাড়িতে যাচ্ছিলাম। সৌমেন সামনে চালকের পাশে বসে ছিল। ইজিবাইক শাহপুরের অদূরে মোড় ঘুরতে গেলে রাস্তায় পড়ে যায় সৌমেন। তখন একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।’
এদিকে দুর্ঘটনায় দায়ী ট্রাকটি পুলিশের হাতে আটক হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন ধর বলেন, ‘আনারুল মোটরসাইকেল ব্যবসায়ী। আজ রাজগঞ্জ থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তেঁতুলিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় তিনি মারা যান।’
রিপন ধর বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও চালক বিপ্লব হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।’
এদিকে রাসেল কবিরের প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে যশোর শহরে যাচ্ছিলেন রাসেল। পথে রাজগঞ্জ-চাঁচড়া সড়কের হরিনার বিলের কালাবাঘা চার রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল এসে রাসেলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাসেল। পরে তাঁকে খুলনা নেওয়ার নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।’
আরিফুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে পারিবারিক কবরস্থানে রাসেলের দাফন সম্পন্ন হয়েছে।’
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে