Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: খুলনার উপকূলীয় এলাকায় বিশেষ প্রস্তুতি

প্রতিনিধি
Thumbnail image

খুলনা: খুলনা জেলায় উপকূলীয় পাঁচ উপজেলার দুই লাখ মানুষ ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে রয়েছেন। তাঁদের নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন আজকের পত্রিকাকে জানিয়েছেন, সাধারণত ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়। সে বিষয়টি মাথায় রেখে উপকূলীয় এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের নিরাপত্তার জন্য জেলার উপকূলীয় উপজেলা কয়রায় ১১৮টি, দাকোপে ১২৩টি, ডুমুরিয়ায় ১৯টি, বটিয়াঘাটায় ১৮টি ও পাইকগাছায় পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রের ধারণ ক্ষমতা এক লাখ ৯০ হাজার ৩৭০ জন।

জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, গো-খাদ্য ও শিশু খাদ্য প্রস্তুত রয়েছে। পাঁচ হাজার ৩২০ জন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় শুকনো খাদ্য ও অর্থ বরাদ্দ করা হয়নি। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়ার ব্রিগেড। এর পাশাপাশি খুলনা জেলায় সব মিলিয়ে ৩৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।

গত বছর ঘূর্ণিঝড় আম্পানে খুলনা জেলার দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়রা উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যায়। আম্পানে গাছ পড়ে তিনজনের মৃত্যু হয়। জেলায় প্রায় ২০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত