Ajker Patrika

বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি'

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯: ৫৩
বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি'

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির' পক্ষ থেকে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকালে জীবননগর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, দোস্ত এইড নিয়মিতভাবে যেভাবে দরিদ্র ও অসহায়দের উন্নয়নে কাজ করে যাচ্ছে তা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস‍্য সাব্বির সামি মুহিত বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিভিন্ন জেলায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, সচেতনতা, স্বেচ্ছাসেবক তৈরি, বৃত্তি প্রদান, অর্থ সহায়তা, খাদ‍্য সহায়তা, ট্রেনিংসহ বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ধরাবাহিকতায় আমরা শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, আমাদের পাশের ঝিনাইদহ, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়াতে ব‍্যাপকভাবে দাতব‍্য কর্মসূচি বাস্তবায়ন করবো।

হুইলচেয়ার পেয়ে উপস্থিত ৫০ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত