মাগুরা প্রতিনিধি
মাগুরায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।
আজ রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকার ঢালব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম সাগর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে।
অপর নিহত রেশমা খাতুন (৩৫) ঝিনাইদহ সদর উপজেলার দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান হাটগোপালপুর যাচ্ছিল। পথে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মারা যান রেশমা খাতুন। আহত ব্যক্তিরা মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) ও সামিহা (৩০)।
অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমীন জানান, সড়কের মাঝে উঠে আসা ভ্যানটিকে এড়াতে না পেরে বাসটি সজোরে ধাক্কা দেয় এবং দুর্ঘটনাটি ঘটে। নিহত একজনের মরদেহ মাগুরা সদরে ও অপরজনের মরদেহ ঝিনাইদহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারকাজ শেষপর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশ।
মাগুরায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।
আজ রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকার ঢালব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম সাগর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে।
অপর নিহত রেশমা খাতুন (৩৫) ঝিনাইদহ সদর উপজেলার দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান হাটগোপালপুর যাচ্ছিল। পথে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মারা যান রেশমা খাতুন। আহত ব্যক্তিরা মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) ও সামিহা (৩০)।
অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমীন জানান, সড়কের মাঝে উঠে আসা ভ্যানটিকে এড়াতে না পেরে বাসটি সজোরে ধাক্কা দেয় এবং দুর্ঘটনাটি ঘটে। নিহত একজনের মরদেহ মাগুরা সদরে ও অপরজনের মরদেহ ঝিনাইদহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারকাজ শেষপর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশ।
জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি রুমের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
১০ মিনিট আগেবান্দরবান জেলার চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যানপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুইজনসহ তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো...
১ ঘণ্টা আগেবামোনগ্রাম মাঠে সরেজমিন দেখা যায়, মাটি থেকে ১৫-২০ সেন্টিমিটার উঁচু লম্বা বেড তৈরি করে মালচিং পেপার (পলিথিনের মতো) দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতি চার হাত অন্তর বেড বসানো, চারপাশে নিখুঁত জালের বেড়া এবং ওপরে সুতা টেনে মাচা তৈরির কাজ চলছে। কৃষকেরা জানালেন, কয়েক দিনের মধ্যে গাছে জালি (মুকুল) আসবে, এরপর ধীর
১ ঘণ্টা আগেরাঙামাটির নানিয়ারচরে খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল সরবরাহ ও গুদামে চাল কম রাখা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২ ঘণ্টা আগে