Ajker Patrika

মাগুরায় বাস-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ২

মাগুরা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।

আজ রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকার ঢালব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম সাগর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে।

অপর নিহত রেশমা খাতুন (৩৫) ঝিনাইদহ সদর উপজেলার দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান হাটগোপালপুর যাচ্ছিল। পথে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মারা যান রেশমা খাতুন। আহত ব্যক্তিরা মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) ও সামিহা (৩০)।

অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমীন জানান, সড়কের মাঝে উঠে আসা ভ্যানটিকে এড়াতে না পেরে বাসটি সজোরে ধাক্কা দেয় এবং দুর্ঘটনাটি ঘটে। নিহত একজনের মরদেহ মাগুরা সদরে ও অপরজনের মরদেহ ঝিনাইদহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারকাজ শেষপর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত