Ajker Patrika

কুষ্টিয়ায় কৃষক রেজাউল হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কৃষক রেজাউল হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।

পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত