Ajker Patrika

বিশ্বের ৩০ হাজার ছবিকে পেছনে ফেলে গোল্ড অ্যাওয়ার্ড পেল সাকিব

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১: ১২
বিশ্বের ৩০ হাজার ছবিকে পেছনে ফেলে গোল্ড অ্যাওয়ার্ড পেল সাকিব

পৃথিবীর বিভিন্ন দেশের ৩০ হাজার ছবিকে পেছনে ফেলে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ ফটোগ্রাফার সাকিব ফারহান। ‘আইসিএম ইন্টারন্যাশনাল মার্শাল আর্টস ফটো কনটেস্ট-২০২১' এ অংশ নিয়ে তিনি এ সম্মান অর্জন করলেন। 

জাতিসংঘ ও কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিএম প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার ১০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের কাছ থেকে ৩০ হাজার ছবি জমা পড়ে। এই ছবির মধ্য থেকে বাছাই করে ৩৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়া দুজনের একজন সাকিব। এ অর্জনে পুরস্কার হিসেবে ফারহানকে সার্টিফিকেট ও বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। 

ফারহান বলেন, ‘ছবি তোলার নেশা ছিল অনেক আগে থেকেই। প্রথমে ফোন দিয়ে ছবি তোলা শুরু করি। পরে টিউশনির টাকা জমিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনি। ভবিষ্যতে আরও বড় করার চিন্তাভাবনা রয়েছে। তবে আপাতত, ক্যামেরার মধ্য দিয়ে আমার চোখ পুরো বিশ্বকে যেভাবে দেখে, তা ছবির ফ্রেমে সবাইকে দেখানোর চেষ্টা করছি।’ 

এই ফটোগ্রাফির জন্যই আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন তিনিজানা যায়, সাকিব ফারহান কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তেবাড়িয়ার জাহিদুল ইসলামের ছেলে। বাবা ব্যবসায়ী। দীর্ঘ ১০ বছর ফটোগ্রাফির পর তিনি এ আন্তর্জাতিক পুরস্কার পেলেন। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। 

ন্যাচার ফটোগ্রাফি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বিষয়ে কোনো ধারণাই ছিল না তাঁর। ছোটবেলার বন্ধু সাজিদ হাসান শাহেদ তাঁকে শিখিয়েছে কীভাবে নেচার ফটোগ্রাফি করতে হয়, কীভাবে ওয়েডিং ফটোগ্রাফি করতে হয়। কীভাবে ছবি এডিটিং এর কালার পারফেক্ট করতে হয়। ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিভিন্ন ফটো কনটেস্টের মাধ্যমে কিছু করে দেখানো যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত