Ajker Patrika

চুয়াডাঙ্গায় নতুন ১৪৩ জন আক্রান্ত শনাক্ত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নতুন ১৪৩ জন আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৩ জনের শরীরে। জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গায় ৪৬৬টি নমুনার পরীক্ষায় ১৪৩টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। 

জেলায় নতুন আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ২৯ জন ও জীবননগরের ৩৮ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৯২৭ জন, আলমডাঙ্গার ৭৬০ জন, দামুড়হুদায় ৯৭০ জন ও জীবননগরে ৮৮৫ জন।

এদিন জেলায় নতুন ১৩২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৫৮২ জন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া অন্য পাঁচজনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় মৃত্যু হওয়া নতুন ছয়জনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২১ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৬ হাজার ৭৫৮ টি, প্রাপ্ত ফলাফল ১৬ হাজার ৩০২ টি, পজিটিভ ৪ হাজার ৫৪৯ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৮৩০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২১ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত