কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান দাবি ও সুদের কারবার করার কারণে এলাকায় প্রভাবশালী তাঁরা। পান থেকে চুন খসলেই গ্রামবাসীর নামে মামলা দেন। এভাবে ৩০০ জনের নামে ৩৫টি মামলা দিয়েছেন ওই গ্রামের দুই সহোদর ভাই মো. শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন। যেখানে গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন।
গ্রামটির নাম বারফা। এটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই দুই ভাই মূলত সুদের ব্যবসা করেন। তাঁদের সুদের ব্যবসার ফাঁদে পড়ে সব হারিয়েছেন গ্রামের অনেক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এর আগে ওই দুই ভাইয়ের বাবা আফছার বিশ্বাসও গ্রামের মানুষদের নামে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়েছেন একাধিক পরিবার।
আজ সোমবার ওই দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গ্রামের বাসিন্দারা। এ সময় গ্রামের লোকজন জুতা ও ঝাড়ু মিছিলও করেন।
সংবাদ সম্মেলনে গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম খোকন লিখিত বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে শামছুর রহমান এলাকায় একজন চিহ্নিত ঠান্ডা মাথার প্রতারক ও মামলাবাজ। তাঁর প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ। সম্প্রতি সরকারি রাস্তার জায়গায় অবৈধভাবে ঘর করে লোক চলাচলের অসুবিধা সৃষ্টি করেছেন। এরই মধ্যে গ্রামবাসী মিলে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
আশরাফুল অভিযোগ করে বলেন, শামছুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, তারপরও তাঁরা মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দেন। ভুয়া তথ্য দিয়ে গ্রামের মানুষদের যেমন হয়রানি করছেন, তেমনি বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছেন।
ওই গ্রামের আরেক বাসিন্দা রুবেল হোসেন বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। দিন আনি দিন খাই। আমার বাবা অভাবে পড়ে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন। এই টাকার সুদ দেওয়ার পরও আমাদের একমাত্র সম্বল ভিটাবাড়িসহ ১৬ শতক জমি লিখে নেয় শামছুর রহমানের পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার শিকার ওই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বিশ্বাস, হযরত মন্ডল, তাঁর চাচাতো ভাই নজরুল বিশ্বাস, ইকবাল মন্ডল, নজরুল মন্ডলসহ আরও অনেক ভুক্তভোগী।
এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাই মোস্তফা কামাল সুমন বলেন, আমাদের গ্রামে অনেক জমি আছে, কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। যে কারণে কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান দাবি ও সুদের কারবার করার কারণে এলাকায় প্রভাবশালী তাঁরা। পান থেকে চুন খসলেই গ্রামবাসীর নামে মামলা দেন। এভাবে ৩০০ জনের নামে ৩৫টি মামলা দিয়েছেন ওই গ্রামের দুই সহোদর ভাই মো. শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন। যেখানে গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন।
গ্রামটির নাম বারফা। এটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই দুই ভাই মূলত সুদের ব্যবসা করেন। তাঁদের সুদের ব্যবসার ফাঁদে পড়ে সব হারিয়েছেন গ্রামের অনেক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এর আগে ওই দুই ভাইয়ের বাবা আফছার বিশ্বাসও গ্রামের মানুষদের নামে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়েছেন একাধিক পরিবার।
আজ সোমবার ওই দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গ্রামের বাসিন্দারা। এ সময় গ্রামের লোকজন জুতা ও ঝাড়ু মিছিলও করেন।
সংবাদ সম্মেলনে গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম খোকন লিখিত বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে শামছুর রহমান এলাকায় একজন চিহ্নিত ঠান্ডা মাথার প্রতারক ও মামলাবাজ। তাঁর প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ। সম্প্রতি সরকারি রাস্তার জায়গায় অবৈধভাবে ঘর করে লোক চলাচলের অসুবিধা সৃষ্টি করেছেন। এরই মধ্যে গ্রামবাসী মিলে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
আশরাফুল অভিযোগ করে বলেন, শামছুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, তারপরও তাঁরা মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দেন। ভুয়া তথ্য দিয়ে গ্রামের মানুষদের যেমন হয়রানি করছেন, তেমনি বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছেন।
ওই গ্রামের আরেক বাসিন্দা রুবেল হোসেন বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। দিন আনি দিন খাই। আমার বাবা অভাবে পড়ে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন। এই টাকার সুদ দেওয়ার পরও আমাদের একমাত্র সম্বল ভিটাবাড়িসহ ১৬ শতক জমি লিখে নেয় শামছুর রহমানের পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার শিকার ওই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বিশ্বাস, হযরত মন্ডল, তাঁর চাচাতো ভাই নজরুল বিশ্বাস, ইকবাল মন্ডল, নজরুল মন্ডলসহ আরও অনেক ভুক্তভোগী।
এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাই মোস্তফা কামাল সুমন বলেন, আমাদের গ্রামে অনেক জমি আছে, কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। যে কারণে কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
১ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৭ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১০ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৪ মিনিট আগে