Ajker Patrika

বর পৌঁছানোর আগে কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
বর পৌঁছানোর আগে কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা

বরের আসন থেকে শুরু করে বিয়ের সকল আয়োজনের প্রস্তুতি শেষ। রান্নাও চলছিল বর পক্ষ ও আত্মীয়স্বজনের জন্য। বর পৌঁছালেই বিয়ে হবে, এমন অপেক্ষায় কনেপক্ষ! কিন্তু বর পৌঁছানোর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে বন্ধ হয় দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর বাল্যবিয়ে। 

কনের জন্ম নিবন্ধন জালিয়াতি করে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও রুলী বিশ্বাসের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের কার্জন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

সাতক্ষীরার কলরোয়ায় কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়ে বন্ধ করে উপজেলা প্রশাসনইউএনও রুলী বিশ্বাস বলেন, ‘উপজেলায় একটি বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ আমাদের কাছে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়া যায় ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর জাল নিবন্ধনপত্র তৈরি করে ১৮ বছর বয়স দেখিয়ে বাল্যবিয়ের আয়োজন করেন কনের পরিবার। পরে জন্ম নিবন্ধন পত্রে জালিয়াতি ও বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫ / ৩ ধারামতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়ে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি করলেও অভিভাবকেরা মানতে চায় না। গোপনে স্কুল পড়ুয়া অল্প বয়সী মেয়েদের বিয়ে দেন তারা। করোনাকালীন অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে গেছে। লেখাপড়া ও সংসার জীবন সমাজে দুটিই গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়েদের বাল্যবিয়ে দিলে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় থেকেই তারা ঝরে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত