Ajker Patrika

মহম্মদপুরে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ১৫, গাড়ি ভাঙচুর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪১
মহম্মদপুরে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ১৫, গাড়ি ভাঙচুর

মাগুরার মহম্মদপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে মহম্মদপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশসহ ১৫ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। 

পরে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালায়। গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিলসহ আসতে শুরু করে। তখন পুলিশ বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় গুরুতর আহত উজ্জ্বল নামে এক বিএনপি কর্মীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আরিফুজ্জামান মিল্টনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত