Ajker Patrika

শ্যামনগরে সাপের দংশনে শিশুর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১১: ৩৬
শ্যামনগরে সাপের দংশনে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের দংশনে সিফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ ছোবল দিলে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছোটকুপোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সিফাত আটুলিয়া ক্লাব মোড় এলাকার শাহিন হোসেন ও রুনা দম্পতির একমাত্র ছেলে। রাতে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, বাবার সঙ্গে ছাড়াছাড়ির পর মায়ের সঙ্গে সিফাত মামাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মায়ের নির্দেশে সে হাঁসের বাচ্চা খুঁজতে যায়। মুরগির ঘরের পাশ থেকে বিষধর সাপ সিফাতকে ছোবল দিলে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে রাত ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মৃত অবস্থায় সিফাতকে হাসপাতালে আনা হয়। শুরুতে কবিরাজের শরণাপন্ন না হয়ে হাসপাতালে আনা হলে হয়তো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত