Ajker Patrika

কুয়েট শিক্ষকের মরদেহ উত্তোলনের অনুমতি মেলেনি

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
কুয়েট শিক্ষকের মরদেহ উত্তোলনের অনুমতি মেলেনি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি পায়নি পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসককে বার্তা পাঠিয়েছে খুলনা জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে আগামীকাল সোমবার খুলনা খানজাহান আলী থানা-পুলিশের দুই কর্মকর্তা কুষ্টিয়ায় যাবেন বলে জানা গেছে। 

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্যর সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তাঁর লাশ দাফন করা হয়। রহস্যের সমাধানে তাঁর লাশ কবর থেকে উঠিয়ে পুনরায় ময়নাতদন্ত করার জন্য খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি লিখিত আবেদন করা হয়। তবে তাঁর মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা না হওয়ার কারণে এ ব্যাপারে আদালত সায় দেয়নি।’ এরপর খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে সেখান থেকে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি বার্তা পাঠানো হয় বলে জানান ওসি। 

আগামীকাল সোমবার খানজাহান আলী থানার দু’জন কর্মকর্তা কুষ্টিয়া যাবেন। তাঁরা সেখানে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, ৩০ নভেম্বর দুপুর ৩টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত