যশোর প্রতিনিধি
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিলটন, শেক্সপিয়ার, বাইরেনের সমতুল্য পর্যায়ের কবি মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এত কম সময়ে এত বেশি সমৃদ্ধ হতো না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভান্ডার সম্পর্কে তত বেশি জানেও না।’ এ জন্য মধুসূদন চর্চা ও তাঁর সাহিত্য গবেষণার জন্য যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনে মানববন্ধন করা হবে। শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপংকর দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী সদস্যসচিব মনিরুল ইসলাম।
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিলটন, শেক্সপিয়ার, বাইরেনের সমতুল্য পর্যায়ের কবি মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এত কম সময়ে এত বেশি সমৃদ্ধ হতো না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভান্ডার সম্পর্কে তত বেশি জানেও না।’ এ জন্য মধুসূদন চর্চা ও তাঁর সাহিত্য গবেষণার জন্য যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনে মানববন্ধন করা হবে। শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপংকর দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী সদস্যসচিব মনিরুল ইসলাম।
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে