Ajker Patrika

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৭
বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ নিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকেও আটক করেছে পুলিশ।’ 

আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। 

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে শহরের পুরোনো বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নিয়েছিলেন নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত