নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৮) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২৭ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হোসেন পিকুল ও তাঁর অনুসারী মিলন মোল্যার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান আফতাব মোল্যার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে আজ শনিবার সকালে চেয়ারম্যান পিকুল ও মিলনের সমর্থক সাহেব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেন প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে তাঁদের অপর দুই সমর্থক বাদশা শেখ ও কাক্কা শেখের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা পিকুল চেয়ারম্যান ও মিলন মোল্যার সঙ্গে আতাউর রহমান আফতাব মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একাধিক মামলাও চলমান। গত বৃহস্পতিবার বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের এক ব্যক্তি নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এর জের ধরে গতকাল সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেয়ারম্যান পিকুল ও মিলন মোল্যা পক্ষের লোকেরা আতাউর রহমান আফতাব মোল্যার বাড়িতে হামলা করেন। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৮ জন আহত হন। তাঁদের মধ্যে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্লাকে (৫৮) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ পক্ষের অন্য আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য চম্পা বেগম (৪৫), স্থানীয় করিম মুন্সি (৪৯), হুসাইন শেখ (১৮), আশরাফুল মোল্যা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সি (৩৭), জালাল মুন্সি (৪৭)। তাঁদের মধ্যে গুরুতর আহত বশির মুন্সিকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মিলন মোল্যা পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫), নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫) ও দিদার শেখ (১৮)।
আফতাব মোল্যা বলেন, ‘চেয়ারম্যান পিকুলের যোগসাজশে মিলন মোল্যা ও তার দলীয় লোকজন একের পর এক আমার লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে। এর আগে জাহিদ ও ফায়েককে কুপিয়ে আহত করে মিলনের লোকজন। চেয়ারম্যান পিকুল ও তার দলীয় লোকজন এর আগে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কোপায়। আমি প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গুত্ববরণ করেছি।’
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান পিকুলের বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বিএনপি কর্মী ফরিদ মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা আহমেদ শফিকুল হায়দার পারভেজ।
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৮) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২৭ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হোসেন পিকুল ও তাঁর অনুসারী মিলন মোল্যার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান আফতাব মোল্যার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে আজ শনিবার সকালে চেয়ারম্যান পিকুল ও মিলনের সমর্থক সাহেব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেন প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে তাঁদের অপর দুই সমর্থক বাদশা শেখ ও কাক্কা শেখের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা পিকুল চেয়ারম্যান ও মিলন মোল্যার সঙ্গে আতাউর রহমান আফতাব মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একাধিক মামলাও চলমান। গত বৃহস্পতিবার বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের এক ব্যক্তি নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এর জের ধরে গতকাল সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেয়ারম্যান পিকুল ও মিলন মোল্যা পক্ষের লোকেরা আতাউর রহমান আফতাব মোল্যার বাড়িতে হামলা করেন। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৮ জন আহত হন। তাঁদের মধ্যে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্লাকে (৫৮) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ পক্ষের অন্য আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য চম্পা বেগম (৪৫), স্থানীয় করিম মুন্সি (৪৯), হুসাইন শেখ (১৮), আশরাফুল মোল্যা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সি (৩৭), জালাল মুন্সি (৪৭)। তাঁদের মধ্যে গুরুতর আহত বশির মুন্সিকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মিলন মোল্যা পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫), নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫) ও দিদার শেখ (১৮)।
আফতাব মোল্যা বলেন, ‘চেয়ারম্যান পিকুলের যোগসাজশে মিলন মোল্যা ও তার দলীয় লোকজন একের পর এক আমার লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে। এর আগে জাহিদ ও ফায়েককে কুপিয়ে আহত করে মিলনের লোকজন। চেয়ারম্যান পিকুল ও তার দলীয় লোকজন এর আগে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কোপায়। আমি প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গুত্ববরণ করেছি।’
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান পিকুলের বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বিএনপি কর্মী ফরিদ মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা আহমেদ শফিকুল হায়দার পারভেজ।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
১ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
২ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
২ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
২ ঘণ্টা আগে