Ajker Patrika

কুয়েটের বন্ধ হল খুলেছে, ক্লাস শুরু রোববার

খুলনা প্রতিনিধি
কুয়েটের বন্ধ হল খুলেছে, ক্লাস শুরু রোববার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বন্ধ আবাসিক হলগুলো আজ শুক্রবার সকাল ১০টায় খুলে দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হলে কুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আবাসিক হল খোলা হলেও শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

নির্দেশনাগুলো হলো-অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধির ১২,১৩, ১৪,১৬, ১৭ ও ১৮ ধারাসমূহ এবং আবাসিক হলের নিয়মাবলি দৃঢ়ভাবে মেনে চলতে হবে। 

ছাত্র শৃঙ্খলা বিধির ১২ ধারা মোতাবেক পরিচালক (ছাত্র কল্যাণ)-এর পূর্বানুমোদন ছাড়া শিক্ষার্থীদের যে কোন প্রকার মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ অ্যাকাডেমিক এরিয়ায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত যে কোন প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি টাঙানো নিষিদ্ধ। 

কুয়েটের আবাসিক হলের নিয়মাবলির ৩ (প) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচ বা তার পূর্ববর্তী ব্যাচসমূহের আবাসিক হলে বসবাসরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ত্যাগ করতে হবে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত