Ajker Patrika

গড়াই নদে ডুবে ভাগনি ও খালার মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০: ১১
গড়াই নদে ডুবে ভাগনি ও খালার মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা এলাকা সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন, মিম খাতুন (১৩)। সে এলাকার গাফফার মোল্লার নাতনি ও খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে এবং নিখোঁজ চামেলি গাফফার মোল্লার মেয়ে ও একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুল রহমানের স্ত্রী। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে, আজ সোমবার দুপুর ১টার দিকে জিলাপিতলা এলাকা সংলগ্ন গড়াই নদে মিম, তাঁর খালা চামেলি, নানি রাজিয়া (৫৫) ও মামাতো বোন নীলা (১২) গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় মিম। এ সময় মিমকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোন নিখোঁজ হয়। স্থানীয়রা টের পেয়ে নানি ও খালাতো বোনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। এরপর নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা এবং নিখোঁজের ৭ ঘণ্টা পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে খালা চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। 

সদকী ইউনিয়ন পরিষদের মেম্বর নজরুল ইসলাম বলেন, ‘মিম, তার খালা, বোন ও নানির সঙ্গে গোসল করতে নদে যায়। এ সময় মিম ডুবে গেলে অন্যান্যরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে নানি ও মামাতো বোনকে জীবিত উদ্ধার করা হলেও মিম ও তার খালা মারা যায়।’ 

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, ‘গোসল করতে গিয়ে দুজন নিখোঁজ ছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মিম ও তার খালা চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।’ 

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গোসল করতে গিয়ে দুজন নদে ডুবে যায়। পরে নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত