Ajker Patrika

অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি, জরিমানা ৬০ হাজার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৮: ১১
অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি, জরিমানা ৬০ হাজার

যশোরের মনিরামপুরে প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি না নিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার পাড়িয়ালী ও গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্থ প্রতীম রায় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুমতির না নিয়ে দীর্ঘদিন ধরে পাড়িয়ালী বাজারের মেসার্স মিমি এন্টারপ্রাইজের মালিক প্রান্ত মণ্ডল মৎস্য ও পশুখাদ্য উৎপাদন এবং বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলী হাসান আরও বলেন, এ ছাড়া গোপালপুর বাজারের মেসার্স রাজু ট্রেডার্সের মালিক সোহরাব হোসেনও বিনা অনুমতিতে মৎস্য ও পশুখাদ্য বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে দুই প্রতিষ্ঠানের কেউ প্রাণিসম্পদ বিভাগের ইস্যুকৃত পশুখাদ্য বিক্রির লাইসেন্সে দেখাতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত