বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই দম্পতির ছয় মাসের কন্যাসন্তান আছে। তার কান্না শুনে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে একই শাড়িতে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ বলছে, ঋণের কারণে সর্বস্বান্ত হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ইয়ামিন (২৮) ও তাঁর স্ত্রী তনু বেগম (২৪) বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁদের সন্তান খাদিজা খাতুন বর্তমানে নানা-নানির হেফাজতে আছে।
ইয়ামিনের মামাতো ভাই মামুন হোসেন বলেন, ‘ইয়ামিন পেশায় একজন পোলট্রি ব্যবসায়ী। সম্প্রতি সে অনলাইনে জুয়া খেলে অনেক ধারদেনা করেছে। ধারদেনা পরিশোধ করার জন্য তার একমাত্র সম্বল নিজ ভিটা বিক্রি করেও সম্পূর্ণ দেনা পরিশোধ করতে পারেনি। এক সপ্তাহ হয়েছে তারা বাহাদুরপুর বাজারের আব্দুর রহিমের বাসায় বাস করছিল। পরিবারের নিষেধ সত্ত্বেও জুয়ার আসরে বসত ইয়ামিন। ধারণা করছি, পাওনাদারদের দেনা পরিশোধ নিয়ে মানসিক চাপ ও পারিবারিক অশান্তিতে আজ ভোরে কোনো একসময় স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
মামুন হোসেন আরও বলেন, সকালে তাঁদের ঘর থেকে শিশু খাদিজার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় খাদিজা বিছানায় ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে পরিবারকে। জানা মতে, প্রতিবেশীর পাল্লায় পড়ে জুয়ায় আসক্তের কারণে অর্থনৈতিক ক্ষতি ও দেনার কারণে একটি পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এখান থেকে অন্যদের শিক্ষা আর সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা এবং মৃত্যুর প্রাথমিক কারণ ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপ বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোরের বেনাপোলে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই দম্পতির ছয় মাসের কন্যাসন্তান আছে। তার কান্না শুনে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে একই শাড়িতে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ বলছে, ঋণের কারণে সর্বস্বান্ত হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ইয়ামিন (২৮) ও তাঁর স্ত্রী তনু বেগম (২৪) বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁদের সন্তান খাদিজা খাতুন বর্তমানে নানা-নানির হেফাজতে আছে।
ইয়ামিনের মামাতো ভাই মামুন হোসেন বলেন, ‘ইয়ামিন পেশায় একজন পোলট্রি ব্যবসায়ী। সম্প্রতি সে অনলাইনে জুয়া খেলে অনেক ধারদেনা করেছে। ধারদেনা পরিশোধ করার জন্য তার একমাত্র সম্বল নিজ ভিটা বিক্রি করেও সম্পূর্ণ দেনা পরিশোধ করতে পারেনি। এক সপ্তাহ হয়েছে তারা বাহাদুরপুর বাজারের আব্দুর রহিমের বাসায় বাস করছিল। পরিবারের নিষেধ সত্ত্বেও জুয়ার আসরে বসত ইয়ামিন। ধারণা করছি, পাওনাদারদের দেনা পরিশোধ নিয়ে মানসিক চাপ ও পারিবারিক অশান্তিতে আজ ভোরে কোনো একসময় স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
মামুন হোসেন আরও বলেন, সকালে তাঁদের ঘর থেকে শিশু খাদিজার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় খাদিজা বিছানায় ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে পরিবারকে। জানা মতে, প্রতিবেশীর পাল্লায় পড়ে জুয়ায় আসক্তের কারণে অর্থনৈতিক ক্ষতি ও দেনার কারণে একটি পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এখান থেকে অন্যদের শিক্ষা আর সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা এবং মৃত্যুর প্রাথমিক কারণ ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপ বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে