Ajker Patrika

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০১
চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

নড়াইলের কালিয়ায় ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার হুমকি দিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার শীতলবাটি গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে। 

অভিযুক্ত মোস্তফা শেখকে (৫০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। মোস্তফা শেখ শীতলবাটি গ্রামের মৃত নূরোল শেখের ছেলে। 

আহত শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে শীতলবাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা শেখ দোকানের খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে খালপাড়ের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি ইট দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মোস্তফা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। আহত শিশুকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। 
 
এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর বাবা গতকাল বৃহস্পতিবার কালিয়া থানায় একজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ সন্ধ্যায় অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করলে ঘটনাটি ব্যাপক জানাজানি হয়। 

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযুক্ত মোস্তফা শেখকে গ্রেপ্তার করে শুক্রবার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত