খুলনা প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাস্টম হাউস খুলনার সাবেক অ্যাপ্রেইজারের স্ত্রী মমতাজ খানকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে চার হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময়ে মমতাজ খান আদালতে উপস্থিত ছিলেন। মমতাজ খান আটপাড়া এলাকার বাসিন্দা ও খুলনা কাস্টম হাউসের সাবেক অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খানের স্ত্রী।
আজ বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।
আদালতের সূত্র জানায়, আসামি মমতাজ খান টুটপাড়া দিলখোলা রোডে বাসিন্দা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। কিন্তু তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ওই বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন।
মমতাজ খান একজন গৃহিণী। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। তাঁর নিজের কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। আসামি মো. জিল্লুর রহিম তাঁর স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করে।
এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় দুর্নীতি দমন আইনের ২০০৪-এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় খুলনা কাস্টম হাউসের অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান এবং তাঁর স্ত্রী মমতাজ খানকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের তাঁদের উভয়ের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
আদালতের পিপি অ্যাড. সেলিম আল আজাদ বলেন, এটি একটি অবৈধ সম্পদ অর্জনের মামলা। মামলায় ওই দুজন আসামি সিএসভুক্ত ছিলেন। মামলা চলাকালীন খুলনা কাস্টম হাউস অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান মারা যান। যে কারণে তিনি এ মামলা থেকে অব্যাহতি পান। তবে আসামি মমতাজ খানের বিরুদ্ধে আদালতে মামলা চলতে থাকে। আসামি মমতাজ খানের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। রায়ে বিচারক জ্ঞাত আয়বহির্ভূত সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও ঘোষণা দেন বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাস্টম হাউস খুলনার সাবেক অ্যাপ্রেইজারের স্ত্রী মমতাজ খানকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে চার হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময়ে মমতাজ খান আদালতে উপস্থিত ছিলেন। মমতাজ খান আটপাড়া এলাকার বাসিন্দা ও খুলনা কাস্টম হাউসের সাবেক অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খানের স্ত্রী।
আজ বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।
আদালতের সূত্র জানায়, আসামি মমতাজ খান টুটপাড়া দিলখোলা রোডে বাসিন্দা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। কিন্তু তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ওই বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন।
মমতাজ খান একজন গৃহিণী। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। তাঁর নিজের কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। আসামি মো. জিল্লুর রহিম তাঁর স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করে।
এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় দুর্নীতি দমন আইনের ২০০৪-এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় খুলনা কাস্টম হাউসের অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান এবং তাঁর স্ত্রী মমতাজ খানকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের তাঁদের উভয়ের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
আদালতের পিপি অ্যাড. সেলিম আল আজাদ বলেন, এটি একটি অবৈধ সম্পদ অর্জনের মামলা। মামলায় ওই দুজন আসামি সিএসভুক্ত ছিলেন। মামলা চলাকালীন খুলনা কাস্টম হাউস অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান মারা যান। যে কারণে তিনি এ মামলা থেকে অব্যাহতি পান। তবে আসামি মমতাজ খানের বিরুদ্ধে আদালতে মামলা চলতে থাকে। আসামি মমতাজ খানের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। রায়ে বিচারক জ্ঞাত আয়বহির্ভূত সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও ঘোষণা দেন বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
২০ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
২৪ মিনিট আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে