Ajker Patrika

খালেদা জিয়া আগামীতে নেতৃত্ব দেওয়ার অবস্থা নেই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় বেগম খালেদা জিয়া কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা বিবেচনায় ও আদালতের দণ্ডপ্রাপ্ত হওয়ায় বেগম খালেদা জিয়ার আগামীতে দেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার অবস্থা নেই।’ 

আজ বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজের এক যুগপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। তিনি কোনো রাজনৈতিক নেতা নয়, উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তাতে তাকে সন্ত্রাসী নেতা হিসেবে ভাবা যায়। সেই তারেক রহমান দুর্নীতি, সন্ত্রাসী, হত্যাসহ বিভিন্ন মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে বিদেশে পলাতক। তাহলে এমন একটা দলকে কারা ভোট দেবে।’ 

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে কি সমস্যা তারাই ভালো বলতে পারে। একটি দলের মূল কান্ডারি হিসেবে থাকে সেই দলের প্রধান। যেমন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য অবস্থানে আছেন। কিন্তু বিএনপির কে আছে। বিএনপির নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি এতিমের টাকা আত্মসাৎসহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দুই বছর করোনাকালীন মহাদুর্যোগ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবী একটা অর্থনৈতিক মন্দায় আছে। যার কারণে দেশের রিজার্ভ কিছুটা কমে গেছে। কিন্তু রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নেই। এখন পর্যন্ত আমাদের দেশেরে রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত