চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আফরোজা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আফরোজা আক্তার উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে ও হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের স্ত্রী। গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।
এর আগে গতকাল শুক্রবার রাতে হিজলা নতুনচর এলাকার স্বামীর বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূ আফরোজ আক্তারের বাবা মোস্তফা শেখ বলেন, ‘প্রায় এক বছর আগে উপজেলার হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের সঙ্গে আমার ছোট মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমিনুর শেখ কয়েক লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়ত এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। শুক্রবার রাতে শ্বশুর বাড়ি থেকে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওরা এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।’
এ দিকে ঘটনার পর থেকে আফরোজার স্বামী আমীনুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পালাতক রয়েছে। এ জন্য তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিসয়ে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামারুজ্জামান খান সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় গৃহবধূর বাবা মোস্তফা শেখ অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার ধারায় (৪ নং) একটি মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারীতে আফরোজা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আফরোজা আক্তার উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে ও হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের স্ত্রী। গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।
এর আগে গতকাল শুক্রবার রাতে হিজলা নতুনচর এলাকার স্বামীর বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূ আফরোজ আক্তারের বাবা মোস্তফা শেখ বলেন, ‘প্রায় এক বছর আগে উপজেলার হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের সঙ্গে আমার ছোট মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমিনুর শেখ কয়েক লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়ত এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। শুক্রবার রাতে শ্বশুর বাড়ি থেকে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওরা এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।’
এ দিকে ঘটনার পর থেকে আফরোজার স্বামী আমীনুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পালাতক রয়েছে। এ জন্য তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিসয়ে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামারুজ্জামান খান সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় গৃহবধূর বাবা মোস্তফা শেখ অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার ধারায় (৪ নং) একটি মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা।
১ মিনিট আগেসম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর পক্ষে করা আপিল মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আজ সোমবার এই রায় দেন
১১ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ডে ট্রাক ও বাসচাপার আলাদা দুটি ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টা ও বিকেল পৌনে ৪টার দিকে একজন রিকশাচালক ও অজ্ঞাতনামা এক কিশোর (১৫) নিহত হয়।
১৩ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আজ সোমবার (৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
১৯ মিনিট আগে