প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় জমিজমা নিয়ে সালিস বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যানের পিটুনীতে ইস্রাফিল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে থানার গেইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই জনপ্রতিনিধি শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত ইস্রাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় শামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একই গ্রামের বজলুর রশিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা থানা পুলিশ উভয়পক্ষকে নিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে থানা চত্বরে সালিস বসে। সালিসের এক পর্যায়ে থানার বজলুর রশিদের পক্ষের লোক বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হলে শুক্রবার দুপুরে দু পক্ষের নিয়ে সালিস বৈঠকে বসা হয়। শান্তিপূর্ণভাবে সালিস শেষ হলে তারা থানার বাইরে বেরিয়ে পড়ে। থানার বাইরে তুলা উন্নয়ন বোর্ডের সামনে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বজলুর রশিদ পক্ষের লোকজন। এসময় শহিদুল ইসলাম ওই পক্ষের ইস্রাফিলকে ধাক্কা ও ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় জমিজমা নিয়ে সালিস বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যানের পিটুনীতে ইস্রাফিল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে থানার গেইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই জনপ্রতিনিধি শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত ইস্রাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় শামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একই গ্রামের বজলুর রশিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা থানা পুলিশ উভয়পক্ষকে নিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে থানা চত্বরে সালিস বসে। সালিসের এক পর্যায়ে থানার বজলুর রশিদের পক্ষের লোক বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হলে শুক্রবার দুপুরে দু পক্ষের নিয়ে সালিস বৈঠকে বসা হয়। শান্তিপূর্ণভাবে সালিস শেষ হলে তারা থানার বাইরে বেরিয়ে পড়ে। থানার বাইরে তুলা উন্নয়ন বোর্ডের সামনে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বজলুর রশিদ পক্ষের লোকজন। এসময় শহিদুল ইসলাম ওই পক্ষের ইস্রাফিলকে ধাক্কা ও ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে লরির ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম রেজা নামের এক ব্যবসায়ীকে কলেজশিক্ষকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেগঙ্গাচড়ায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুই শিশুর বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি অবৈধ বালুর পয়েন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশু দুটিকে হত্যা করা হয়েছে।
১১ মিনিট আগেবিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা আরেক মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশারকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
২৩ মিনিট আগে