পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম রেজা নামের এক ব্যবসায়ীকে কলেজশিক্ষকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজমাঠের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছে। এ নিয়ে কলেজ চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজশিক্ষকদের বিবাদ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, মাইনুল ইসলাম রেজাকে ৮ থেকে ১০ জন শিক্ষক চারপাশ থেকে ঘিরে রেখে দুজন তাঁকে মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা কলেজমাঠে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশী বাসিন্দা অ্যাডভোকেট নুর ইসলাম ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের জমির ওপর দিয়ে নির্মিত ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয়। কলেজমাঠের জমি উঁচু হওয়ায় পানি গড়িয়ে আশপাশের নিচু এলাকাগুলো প্রায়ই জলাবদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে কলেজের আশপাশের বাসিন্দারা অনেক দিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন।
এলাকার ভুক্তভোগীরা জানান, বিশাল কলেজমাঠের পানি মাঠের দক্ষিণ দিক দিয়ে নেমে আসে। এতে তাঁদের বসতবাড়ি বেশির ভাগ জলাবদ্ধতা থাকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
গতকাল রাতে পানি নিষ্কাশন নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজের শিক্ষক জাহিদুর রহমান ও বেলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাঁরা শামসুল হককে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করলে ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজার ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন দুই শিক্ষক।
মাইনুল ইসলাম রেজার স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে বরিশালে চিকিৎসায় আছি। আমার স্বামীকে অন্যায়ভাবে কলেজের বেলাল ও জাহিদ স্যার মেরে নাকের হাড় ভেঙে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে জাহিদুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি সাড়া দেননি। বেলাল হোসেনকে ফোন দিলে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে জানতে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কলেজের ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম রেজা নামের এক ব্যবসায়ীকে কলেজশিক্ষকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজমাঠের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছে। এ নিয়ে কলেজ চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজশিক্ষকদের বিবাদ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, মাইনুল ইসলাম রেজাকে ৮ থেকে ১০ জন শিক্ষক চারপাশ থেকে ঘিরে রেখে দুজন তাঁকে মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা কলেজমাঠে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশী বাসিন্দা অ্যাডভোকেট নুর ইসলাম ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের জমির ওপর দিয়ে নির্মিত ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয়। কলেজমাঠের জমি উঁচু হওয়ায় পানি গড়িয়ে আশপাশের নিচু এলাকাগুলো প্রায়ই জলাবদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে কলেজের আশপাশের বাসিন্দারা অনেক দিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন।
এলাকার ভুক্তভোগীরা জানান, বিশাল কলেজমাঠের পানি মাঠের দক্ষিণ দিক দিয়ে নেমে আসে। এতে তাঁদের বসতবাড়ি বেশির ভাগ জলাবদ্ধতা থাকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
গতকাল রাতে পানি নিষ্কাশন নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজের শিক্ষক জাহিদুর রহমান ও বেলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাঁরা শামসুল হককে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করলে ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজার ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন দুই শিক্ষক।
মাইনুল ইসলাম রেজার স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে বরিশালে চিকিৎসায় আছি। আমার স্বামীকে অন্যায়ভাবে কলেজের বেলাল ও জাহিদ স্যার মেরে নাকের হাড় ভেঙে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে জাহিদুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি সাড়া দেননি। বেলাল হোসেনকে ফোন দিলে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে জানতে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কলেজের ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি আকরাম হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ও মোটরসাইকেলের চালক এবং এক আরোহী মারা যান।
১০ মিনিট আগেনিহত তরুণীর নাম সুইটি আক্তার (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী মো. নূরুল ইসলাম (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। গত দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের সঙ্গে।
৩৮ মিনিট আগেহোমনা চৌরাস্তা থেকে শুরু করে মীরশিকারি, শ্রীপুর, ঘাড়মোরা, কৃষ্ণপুর, কাশিপুর, ওমরাবাদ ও রঘুনাথপুর পর্যন্ত বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় গর্তের কারণে সড়ক এতটাই সংকুচিত হয়ে গেছে যে যানবাহনের গতি অনেক কমিয়ে চলতে হচ্ছে। এতে করে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
১ ঘণ্টা আগেগৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আ.লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তিরা ছিল, তাঁদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করি।’
১ ঘণ্টা আগে