খুলনা প্রতিনিধি
‘বিদেশি সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল খুলনায় হবে ‘স্বাধীনতা কনসার্ট’। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণে হবে সুধী সমাবেশ। কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।
জানা গেছে, ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এ কনসার্ট হবে। বেলা ৩টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। খুলনার কনসার্টে অংশ নেবে ব্যান্ড ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এ ছাড়া থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা, পলাশসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।
এদিকে, খুলনার কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতিসভা শুরু করেছে।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনায় কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, একদিকে কনসার্ট, অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মী কাজ করছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত। স্বাধীনতা কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্ল্যাকার্ড, বিলবোর্ড সাঁটানোর কাজ চলছে। কনসার্টকে কেন্দ্র করে নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপির এই আয়োজন।
‘বিদেশি সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল খুলনায় হবে ‘স্বাধীনতা কনসার্ট’। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণে হবে সুধী সমাবেশ। কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।
জানা গেছে, ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এ কনসার্ট হবে। বেলা ৩টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। খুলনার কনসার্টে অংশ নেবে ব্যান্ড ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এ ছাড়া থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা, পলাশসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।
এদিকে, খুলনার কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতিসভা শুরু করেছে।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনায় কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, একদিকে কনসার্ট, অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মী কাজ করছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত। স্বাধীনতা কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্ল্যাকার্ড, বিলবোর্ড সাঁটানোর কাজ চলছে। কনসার্টকে কেন্দ্র করে নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপির এই আয়োজন।
নারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রনি একই ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন মিয়ার ছেলে। রাতে এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
৫ মিনিট আগেদেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি
৭ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
১১ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার মায়ের সহকর্মী এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই কিশোরকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে