বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবিদেবর–ভাবির দ্বন্দ্বে বিভক্ত জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। দলের যুগ্ম–মহাসচিব সাদ এরশাদকে দল থেকে বহিষ্কার করায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়। এতে দ্রুত ক্ষমা চেয়ে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা হুমকি দেওয়া হয়েছে।
আজ রোববার রেজিস্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশটি পাঠান খুলনার বটিয়াঘাটা উপজেলা জাপার সদস্যসচিব আইনজীবী প্রশান্ত কুমার বিশ্বাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ন্যায়বিচারের জন্য লিগ্যাল নোটিশ করেছি। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করে নোটিশটি পাঠানো হয়েছে।’
নোটিশে বলা হয়েছে, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু দল থেকে বহিষ্কৃত। নতুন কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতিতে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ দলের যুগ্ম–মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সেটি জানার পরও জিএম কাদের দল থেকে আমার নেতা রাহগীর আল মাহি সাদ এরশাদকে বহিষ্কার করতে পারেন না। কারণ, তিনি তো দলের চেয়ারম্যানই নন। তিনি দল থেকে অব্যাহতির কথা বলে বিজ্ঞপ্তি প্রচার করে জনসম্মুখে আমার নেতার মানহানি করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, এই রকম সংবাদ প্রচার করে আমার নেতার ১০০ কোটি টাকার সম্মানের ক্ষতি করেছেন। একই সঙ্গে পেনাল কোডের ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে–২০১৮–এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন। তাই পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদের আদর্শের প্রতি আদর্শিক হয়ে আপনাকে স্ব–উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। এ ছাড়া দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করেন তাহলে আপনার (জিএম কাদের) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশি, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম–প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম–মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবিদেবর–ভাবির দ্বন্দ্বে বিভক্ত জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। দলের যুগ্ম–মহাসচিব সাদ এরশাদকে দল থেকে বহিষ্কার করায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়। এতে দ্রুত ক্ষমা চেয়ে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা হুমকি দেওয়া হয়েছে।
আজ রোববার রেজিস্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশটি পাঠান খুলনার বটিয়াঘাটা উপজেলা জাপার সদস্যসচিব আইনজীবী প্রশান্ত কুমার বিশ্বাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ন্যায়বিচারের জন্য লিগ্যাল নোটিশ করেছি। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করে নোটিশটি পাঠানো হয়েছে।’
নোটিশে বলা হয়েছে, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু দল থেকে বহিষ্কৃত। নতুন কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতিতে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ দলের যুগ্ম–মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সেটি জানার পরও জিএম কাদের দল থেকে আমার নেতা রাহগীর আল মাহি সাদ এরশাদকে বহিষ্কার করতে পারেন না। কারণ, তিনি তো দলের চেয়ারম্যানই নন। তিনি দল থেকে অব্যাহতির কথা বলে বিজ্ঞপ্তি প্রচার করে জনসম্মুখে আমার নেতার মানহানি করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, এই রকম সংবাদ প্রচার করে আমার নেতার ১০০ কোটি টাকার সম্মানের ক্ষতি করেছেন। একই সঙ্গে পেনাল কোডের ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে–২০১৮–এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন। তাই পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদের আদর্শের প্রতি আদর্শিক হয়ে আপনাকে স্ব–উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। এ ছাড়া দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করেন তাহলে আপনার (জিএম কাদের) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশি, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম–প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম–মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে