মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে দুর্বৃত্তরা এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক আজকালের খবর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক মাসুদ রানা জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের বাড়ি থেকে গাজীর মোড় বাজারে যাওয়ার সময় পলাশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ইঙ্গিতে তাঁর ওপর হামলা হয়। তাঁর দলের মো. বিল্লাল, মো. আলী করিম, নুরু মিয়া, হিরু মিয়াসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় মাসুদ রানার কাছে থাকা মোবাইল,ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাসুদ রানা বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সেই রেশ ধরে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের লোকজন পরিকল্পিত হামলা করেছে। গত কয়েক দিন যাবৎ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তার লোকজন।
সাবেক পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না, শুক্রবার দুপুরে বাড়ি এসেছি। এ ঘটনায় অহেতুক আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, সেহেতু ওই লোকগুলো আমার দলের। তবে মারধরের বিষয়ে কিছু জানা নেই। পরে শুনেছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, একজন সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার মহম্মদপুরে দুর্বৃত্তরা এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক আজকালের খবর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক মাসুদ রানা জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের বাড়ি থেকে গাজীর মোড় বাজারে যাওয়ার সময় পলাশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ইঙ্গিতে তাঁর ওপর হামলা হয়। তাঁর দলের মো. বিল্লাল, মো. আলী করিম, নুরু মিয়া, হিরু মিয়াসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় মাসুদ রানার কাছে থাকা মোবাইল,ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাসুদ রানা বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সেই রেশ ধরে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের লোকজন পরিকল্পিত হামলা করেছে। গত কয়েক দিন যাবৎ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তার লোকজন।
সাবেক পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না, শুক্রবার দুপুরে বাড়ি এসেছি। এ ঘটনায় অহেতুক আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, সেহেতু ওই লোকগুলো আমার দলের। তবে মারধরের বিষয়ে কিছু জানা নেই। পরে শুনেছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, একজন সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
১ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৭ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১০ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৪ মিনিট আগে