Ajker Patrika

মোরেলগঞ্জে শতবর্ষী বারুণী মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২০: ৩২
মোরেলগঞ্জে শতবর্ষী বারুণী মেলা শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী বারুণী স্নান ও মহামেলা শুরু হয়েছে। আজ সোমবার উপজেলার লক্ষ্মীখালী শ্রীশ্রী হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়িতে এই অনুষ্ঠান শুরু হয়। 

বাংলাদেশে ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার মো. কে এম আরিফুল হক, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ গণ্যমান্য ব্যক্তিরা এই মেলা পরিদর্শন করেন। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ১০১তম জন্মদিন উপলক্ষে বাংলা ১৩২৮ সন থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীখালী গ্রামে গোপাল সাধুর লীলাধামে এই মেলা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামে পরিচিত। সেই মেলা উপলক্ষে আজ ভোর থেকেই দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক মহা মিলনমেলায় পরিণত হয় হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়ি। 

শ্রীশ্রী হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়ির দপ্তর সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারত, ভুটান ও নেপাল থেকে আমাদের এ মেলায় ভক্তরা আসেন। ইহজাগতিক পাপমোচন ও ধর্মীয় সম্প্রীতি বাড়াতে তাঁরা এখানে আসেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত